নাটোরের সিংড়ায় ধর্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার দুপুরে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে একই এলাকায় রবিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে হিন্দু এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উঠে। এ ঘটনায় পরদিন রবিউলকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। আসামি রবিউল একই উপজেলার ছোট চৌগ্রামের মৃত ফজলু বিশ্বাসের ছেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সুমিতা রানী, মালা রানী, প্রভাষক সাইদুল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে বুধবার ভোর রাতে উপজেলার ছোট চৌগ্রামে স্বামীর মাছ ধরতে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম। এদিকে ঘটনার পর বুধবার রাতে থানায় মামলা হলেও এখন পর্যন্ত মূলহোতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূর নিরাপত্তাহীনতার খবর পেয়ে টনাস্থলে ছুটে যান ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। ঘরের ভেতরে বন্দি থাকা সেই গৃহবধূকে বুঝিয়ে সকলের সামনে এনে আন্তরিক ব্যবহার করার ইউএনও এর অনুরোধে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও ধর্ষণকারী অভিযুক্ত রবিউল ইসলাম গ্রেপ্তার না হওয়ায় ভূক্তভোগীর পরিবার সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
সিংড়া থানার দায়িত্ব প্রাপ্ত ওসি আকবর আলী বলেন, অন্য সম্প্রদায়ের নারীর সাথে ঘটনাটি হওয়ায় এটি একটি স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। র্যাব, ডি বি এবং পুলিশের সাড়াশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে সক্ষম হব।