ভোলার বোরহানউদ্দিনে জমাজমি সংক্রান্ত বিরোধে আপন চাচাতো ভাইকে ধর্ষণের মামলায় আসামি করায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফইরাদী বাড়িতে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও হয়েছে। সংবাদ পেয়ে গণমাধ্যম কর্মীরা শুক্রবার ২৭ সেপ্টেম্বর সরেজমিন ফইরাদি বাড়িতে গেলে তাছনুর বেগম জানায়, ধর্ষণ মামলার আসামি লিমনের চাচাতো বোন কলেজ পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রী লিয়া লিমনের ঘরে যাওয়ার পথে লিমনের চাচাতো বোন শারমিন, জুই, মিশু, কাকলিসহ আরও অনেক মিলে লিয়াকে চুল ধরে টানা হেচরা ও শারীরিকভাবে নির্যাতন করে। লিয়া লিমনের স্ত্রী নাজমুনের বান্ধবী। তাছনূুর বেগম লিয়ার মা। ঘটনাটি ঘটে গত১৭ জুলাই বুধবার। মারপিটের এই ঘটনায় অভিযোগে বোরহানউদ্দিন থানায় ২০ জুলাই একটি মামলা করা হয়। লিয়াকে মারপিটের ঘটনায় লিয়ার বান্ধবী নাজমুন মারপিট ও নির্যাতনের ঘটনাটি গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। মারপিটের অভিযোগে মামলা ও গোপনে ভিডিও ধারণ করায় শারমিন ২৪ সেপ্টেম্বর নাজমুনের স্বামী ও তার চাচাতো ভাই লিৃনের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগে মামলা করে। শারমিন লিমনের চাচা আনোয়ারের মেয়ে। লিমন ঢাকায় একটি পলি টেকনিক্যাল কলেজে পড়ে। লিমন জানায়, ঘটনারদিন সে বাড়িতে ছিলনা ঢাকায় কলেজে ছিল। লিমন ও তার চাচাতো বোন শারমিন একই বাড়ির। পূর্বের বিরোধীয় জমাজমি সক্রান্ত বিষয় লিমনের বিরুদ্ধে তার চাচা চাচী ও চাচতো বোন মিলে ধর্ষণের অভিযোগে মামলা দেওয়ায় স্থানীয় এলাকার মোঃ ফারুক, মোতালেব হোসেন পাটোয়ারী, আনোয়ার হোসেন, শাহীন মাতাব্বর ঘটনাটি মিথ্যা ও পরিকল্পিত বলে সাংবাদিকদের জানিয়েছেন। ধর্ষণ মামলায় লিমন ছাড়াও বাচ্চু, শাহজাহান, মাকসুদ, ফাহিম ও তাছনুর বেগম কে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানায় লিমনের স্ত্রী নাজমুনের বান্ধবী লিয়াকে মারপিটের ঘটনায় শারমিন গংদের বিরুদ্ধে মামলা দেয়ায় তারা পরে কাউন্টার মামলা হিসেবে লিমনের বিরুদ্ধে এ মামলা করে।