ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা জামায়াতে ইসলামি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার (২৮সেপ্টেম্বর) উপজেলা জামায়াতে ইসলামি শাখার আয়োজনে পৌরশহরের তাদের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলালউদ্দীন প্রধান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এত দিন ভুল ব্যাখা দিয়ে সন্ত্রাস,জঙ্গীবাদ ও সম্প্রদায়িকতা বানানো হয়। আপনারা যারা এ পেশায় আছেন আপনাদেরকে এটা পেশা হিসাবে না নিয়ে নেশা হিসাবে নিতে হবে। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে জাতির কাছে সঠিক চিত্র প্রকাশ করতে হবে। জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার,পৌর আমীর আবদুল মাতিন বিশ্বাস,পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।