রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও টিআইবি-সনাক এর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। টিআইবি -সনাক এর সভাপতি এম এ রাব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জমান নাসিম আলী, জেলা তথ্য কর্মকর্তা প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিশদ আলোচনা করেন। পাশাপাশি এ আইনের প্রায়োগিক নীতিমালা, দন্ড, প্রচার ও প্রসার নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, এ আইন জনগনের কাছে সরকারী দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যুগোপযোগী ভুমিকা রাখছে। তবে তথ্য চাওয়ার আবেদনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক তথ্য চেয়ে আবেদন করার জন্য অনুরোধ করেন। কোন প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য এই আইনের ব্যবহার না করার জন্য সকল তথ্য গ্রহনকারীদের পরামর্শ দেন জেলা প্রশাসক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা সহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি ও সনাক সদস্য এবং ইয়েস গ্রুপ সদস্য বৃন্দ।