ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরগুনার ছেলে তোফাজ্জলের সকল হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ বিচারের দাবিতে নগরীতে শনিবার বেলা এগারোটার দিকে প্র্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পুস্পকলি শিশু সংগঠন ও বরিশালস্থ বরগুনাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি শামিমা সুলতানের সভপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনোভাবেই কাম্য নয়। একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ নয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একে আজাদ, মুনির হাওলাদার, মোঃ হাসান, বেল্লাল হোসেন প্রমুখ।