কয়রায় বাংলাদেশ গন অধিকার পরিষদ কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা গন অধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর রব হাওলাদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সকল নেতৃবৃন্দরকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ উপলক্ষে এক আনন্দ মিছিল কয়রা বাজারে প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। গন অধিকার পরিষদের কয়রা উপজেলার সভাপতি মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা গন অধিকার পরিষদের প্রচার সম্পাদক আহাদ হাসান, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিএম তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, কয়রার গন অধিকার পরিষদের নেতা হাসান,শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু হানিফ, এনামুল, আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।