আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির প্রতিপাদ্য ছিল "রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতে অংশগ্রহণ নিশ্চিতকরণ"। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সনাক-টিআইবি ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার এ স্লোগানে এবং রাষ্ট্রের মূল ধারার তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এ প্রতিপাদ্যে
র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপণ্ডপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সারোয়ার হোসেন, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবদুস সবুর প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ডক্টর দিলারা বেগম, সুশীলন সাতক্ষীরার উপণ্ডপরিচালক জিএম মনিরুজ্জামান মনি, মুফতি আক্তারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাওলানা মোঃ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। তথ্য অধিকার আইনে ফি দিয়ে আবেদন করতে হয়, এটি অনেকে জানেন না। যার ফলে আমাদের উপর অনেক সময় অসন্তুষ্ট হন আপনারা। তদন্ত চলাকালীন কোন মামলার বা বিচারাধীন কোন মামলার তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে বিধি নিষেধ রয়েছে। তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, তথ্যের সত্যতা যাচাই না করে কেউ গুজব ছড়াবেন না।