গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁইছুঁই করছে। তবে বিকেল তিনটায় তিস্তা নদীর পানি ডালিয় পয়েন্টে ৫২.১০ সেন্টিমিটার যা বিপদসীমার দশমিক ৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই ইউনিয়ন সহ বেশকিছু এলাকায়। নদীর তীরবর্তি এলাকার পরিবারগুলো পানি বন্দি হয়ে কৃষিক্ষেত ও গবাদিপশু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।
ঈাউবো ডালিয়া কতৃপক্ষ জানান, পানি বৃদ্ধি পাওয়ায় ফলে পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদণ্ডদৌল্লা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাঁচ্ছে। শুক্রবার রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুুত রয়েছি। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষনিক খোঁজ খবর নেয়া হচ্ছে। এবং পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি।