যশোরের চৌগাছায় হজ্জ ও উমরার তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কাবার পথে হজ্জ গ্রুপ ও মাহমুদ ট্যুরস এ- ট্রাভেলস লি: এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পাশাপোল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ। উদ্বোধনী বক্তৃতা করেন কাবার পথে হজ্জ গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর। সেমিনারে আলোচনা করেন চৌগাছা কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংহঝুলি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার,জামায়াত নেতা ও হাকিমপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন খান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ। প্রধান আলোচক মাওলানা আলী আকবর তার বক্তৃতায় বলেন, হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন কিন্তু আমাদের দেশে হজ্জ করে আসার পরও মানুষের চরিত্রের কোন পরিবর্তন হয় না। একারণে হজ্জ সম্পাদন হয় নামে মাত্র এ অবস্থা থেকে বের হয়ে এসে আমাদেরকে হজ্জের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।