ঝিনাইদহ কালীগঞ্জের বহুল আলোচিত রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী হোসেন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পুলিশ খবর পেয়ে দুলালমুন্দিয়া বাড়ির চতুর পাশ ঘিরে ফেলে। সে পুলিশের খবর পেয়ে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে ফাকা মাঠের মধ্যে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে, এ সময় পুলিশ তার পিছু ধাওয়া করে মাঠের মধ্য থেকে ধোরে তার বাড়িতে আনে। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে কালীগঞ্জ থানায় আনে। এ সময়ে স্থানীয় এলাকাবাসী কালীগঞ্জ থানার সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ করে অপুর বিরুদ্ধে।পরে পুলিশ তাদের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করে থানা সড়কের বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়,একই দিন বিকাল ৪ টারদিকে কালীগঞ্জ বাসষ্টান্ডে পূর্বাসা কাউন্টার ভাংচুর করে আগুন ধোরিয়ে পুড়িয়ে দেয় এবং ঐ দিন বিকাল ৫ টারদিকে নিমতলা বাসষ্টান্ডে মতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় লাখ টাকার ক্ষতি করে ও বাকুলিয়া গ্রামের ইসলামি ছাত্র শিবিরের শামিম হোসেন হত্যা মামলার আসামি।আলি হোসেন আপুর বিরুদ্ধে ৪টি মামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে।বিগত সরকারের আমলে রায়গ্রাম ইউনিয়নে তার বিরুদ্ধে কেউ কোন প্রকার কথা বলতে সাহস পেত না এমনকি সাংবাদিকদের লাঞ্চনা করতে দিধাবোত করেননি। এ ছাড়া তার ইউনিয়নের বিভিন্ন অনিয়মের খবর গনমাধ্যমে লিখলে তিনি নিজে হুমকি দিতেন। আবার অনেক সময় প্রয়াত এমপি আনার নিজে ও তার সাহাবাদের দিয়ে খবর প্রকাশ না করার জন্য জানিয়ে দেওয়া হত। অনেক সময় অবৈধ আগ্নেয়াস্থ প্রকাশ্যে হাতে নিয়ে জনমনে আতঙ্ক করতেন। সে সময়ে তার বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ থাকলে ও প্রয়াত এমপি আনারের কালো থাবার কারণে প্রশাসন অপু চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো না। ৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন অপু ছিলেন বহুল আলোচিত ও কালীগঞ্জের আতঙ্ক নামধারি ব্যাক্তি।
কালীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু আজিফ জানান, আটক ইউপি চেয়ারম্যান আলি হোসেন অপুর বিরুদ্ধে নাশকতা অভিযোগের একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।