নীলফামারীর সৈয়দপুর মাছ বাজারে শক্ত সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের কারণে মাছের দাম বাড়তিমুখী। ফলে মাছ ব্যবসায়িদের কাছে জিম্মি সাধারণ ক্রেতারা।
সৈয়দপুর মাছ বাজারে কয়েকদিন পুর্বেও ইলিশের দাম কম ছিল। সামনে দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করছে। আর এ খবরে সৈয়দপুরে নতুন করে ইলিশের দাম বৃদ্ধি করা হয়। এখানে ছোট ইলিশের কেজি বিক্রি করা হচ্ছে ১ হাজার ৮শ টাজা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। দামের বিষয়ে কোন কিছু বলতে গেলে অপমানিত হতে হয় ক্রেতাদের।
অভিযোগ রয়েছে সৈয়দপুরে কতিপয় আড়তদার মাছের দাম বৃদ্ধির সাথে জড়িত। আর এদের সাথে তাল মিলিয়েছে কতিপয় খুচরা ব্যবসায়ী। মুলত এদের কারসাজিতে ইলিশ মাছের দাম বেড়েছে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়।
এ সুযোগ পুরাপুরি কাজে লাগায়ে বাড়তি দামে ইলিশ বিক্রি করছে ব্যবসায়িরা। ফলে সৈয়দপুরের মানুষ সিন্ডিকেটের খপ্পরে পড়ে বাজারে বেশী দামে ইলিশ ক্রয় করতে বাধ্য হচ্ছেন। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ওই সকল অসৎ ব্যবসায়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারের অভিযানের দাবি তুলেছেন সাধারণ মানুষ।
সৈয়দপুর মাছ বাজারে ইলিশ ক্রয় করতে আসা নতুন বাবুপাড়ার অনিক এ মন্ডল, কামারপুকুর ইউনিয়নের সরমংলার আশরাফুল আলম, বোতলাগাড়ি ইউনিয়নের মোতালেব হোসেন, সৈয়দপুর কাজীপাড়ার হাকিম এবং নিচু কলোনীর আনোয়ার হোসেন জানান, দাম বেশির কারণে আমরা দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ খেতে পারি না। উচ্চবিত্তের মানুষজন ইলিশ খেতে পারলেও নিম্ন আয়ের মানুষজনের কাছে ইলিশ কেনা যেন স্বপ্নের মতো।
এদিকে আড়তদার ও খুচরা বিক্রেতারা জানান, ইলিশ ধরা পড়ছে কম এবং আড়তগুলোতেই ইলিশের দাম চড়া।
সৈয়দপুর বাজারে দেখা যায়, ৭শ থেকে ৯শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ' টাকা কেজি দরে। ১ থেকে দেড় কেজি ইলিশের দাম ১ হাজার ৮শ' থেকে ২ হাজার ২শ' টাকা।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সামসুল হক জানান,আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।