হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ এম ইশতিয়াক মামুনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বে-সরকারি উপজেলা হাসপাতাল এ- ডায়াগনস্টিক ওয়ার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শনিবার সকালে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি আসাদুর রহমান জন্টুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ এম ইশতিয়াক মামুন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উপজেলা হাসপাতাল এ- ডায়াগনস্টিক ওয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল বাশার, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্ব শাহীন মিয়া প্রমুখ। পরে উপজেলা হাসপাতাল এ- ডায়াগনস্টিক ওয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্বারক ও উপহার প্রদান করেন।