কানপুর টেস্টের নিরাপত্তা বাড়াতে এবার নেওয়া হয়েছে অভিনব পন্থা। নিয়োগ দেওয়া হয়েছে লম্বা লেজওয়ালা কিছু বানর বা ল্যাঙ্গুরকে। বিষয়টা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতই হতে যাচ্ছে। বিশেষ প্রজাতির এই বানরকে নিয়োগ দেওয়া হয়েছে বানরদের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতেই! কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দেখা গেছে স্টেডিয়ামে আসা দর্শক, ফটোগ্রাফারদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাচ্ছে কিছু বানর। মানুষের কাছ থেকে পানির বোতল, খাবার, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নিয়ে যাচ্ছে বানররা। যার ফলে বানরের উৎপাতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে দর্শকদের। সেই উৎপাত থেকে মানুষকে রেহাই দিতে এবার বিশেষ ধরনের লম্বা লেজওয়ালা বানর বা ল্যাঙ্গুর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টেডিয়ামটির কর্তৃপক্ষ উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বানরের আচরণ থেকে মানুষকে রেহাই দিতে নিরাপত্তার স্বার্থে ল্যাঙ্গুরদের নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য গার্ডরা মাঠে রয়েছেনই। ল্যাঙ্গুর থাকার ফলে এখন থেকে বাড়তি নিরাপত্তা পাবেন স্টেডিয়ামে খেলা দেখতে আসা লোকজন। স্টেডিয়ামের পরিচালক সঞ্জয় কাপুর জানিয়েছেন, ‘বানরের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে এবং তাদের শায়েস্তা করার জন্য আমরা ল্যাঙ্গুরদের নিয়োগ দিয়েছি।’ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে ম্যাচের আগে থেকেই আলোচনা চলছিল। বাউন্ডারির রোপের বাইরের অংশে যেখানে ব্রডকাস্টারদের ক্যামেরা বা অন্যান্য জিনিস থাকে সে জায়গাটি আগে থেকেই কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল বানরের উৎপাত থেকে রক্ষা পেতে।