ঝিনাইদহের শৈলকূপায় জমি জমা কে কেন্দ্র করে কমলা খাতুন এক গৃহবধূকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার কুশবাড়িয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে দীর্ঘ ২০বছর আগে আলিমুদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে একই গ্রামের মুকুল হোসেন ১০ কাঠা জমি কিনে ভোগ দখল করে আসছে। মুকুল হোসেন জমি বিক্রেতা আলিমুদ্দিনকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে সে কর্ণপাত করে না। পরে তার ছেলে ফরিদ উদ্দিনের নামে সেই জমি রেজিস্ট্রি করে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ায় একপর্যায়ে ফরিদ উদ্দিন মুকুল হোসেনের স্ত্রী কমলা খাতুন আল্লাদি কে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। আহত মহিলাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারজন্য ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।
এ ব্যাপারে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবু সাঈদ জানান ছুরিকাঘাতে কুশবাড়িয়া গ্রামের এক মহিলা আহত হয়েছে শুনে সেখানে গিয়েছি। পরিস্থিতি শান্ত আছে।