নওগাঁর মহাদেবপুরে উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের মাতাজী রোডে রোকেয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি এর আয়োজন করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার ইউনিয়নগুলোর প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও রাইগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোফাকখারুল ইসলাম মুকুল, সহ-সভাপতি ও খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার মহিউদ্দিন, সহ-সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, চান্দাস ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক মাস্টার, রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবিদ হোসেন সরকার, হাতুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর মাস্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এরশাদ আলী সরদার, খাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আবদুস সোবহান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান জিল্লুর মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, ১নং সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।