মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু এলাকায় বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় ভারতীয় দুই নেতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লৌহজং, মাওয়া, শ্রীনগর ছাত্র জনতা। শুক্রবার জুমার নামাজের পর লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় ভারতের হিন্দু ধর্ম গুরু রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নিতিশ রানের বিরুদ্ধে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দুপুর ১.৪৫ মিনিটে মানববন্ধন শুরু হয়ে প্রায় ৩০ মিনিট অবস্হান করে একটি প্রতিবাদ মিছিল নিয়ে উপস্থিত ছাত্র জনতা দুপুর আনুমানিক ২.৩৫ মিনিটে পদ্মা সেতু (উত্তর) থানার সামনে হাইওয়ের পাশে মিছিল নিয়ে অবস্হান নেয়। শান্তিপূর্ন মিছিলটি নিয়ে সেখানে গেলে প্রায় দেড় থেকে দুই শতাধিক লোকজনের সমাগম হলে একটি সংক্ষিপ্ত সভার রুপ নেয়। এখানে প্রায় ৩০ মিনিট অবস্হান করে কয়েকজন বক্তা বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা ভারতীয় ঐ দুই অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা নেওয়ার জন্য সংসদে একটি আইন পাশ করার দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন- মাওলানা মুফতি যুবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মোসাদ্দেক বিল্লাহ, মেদিনী মন্ডল ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি- ইমতিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক - তুষার অনিক, সিয়াম বেপারী, মোঃ রাফিয়াত, মারুফ ইসলাম ইমন প্রমুখ।