যশোরের চৌগাছায় মানব পাঁচার প্রতিরোধে ইউনিয়ন মানবপাঁচার প্রতিরোধ কমিটির (সিটসি) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোর ও রূপান্তরের আশা প্রকেল্পের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ মল্লিক। বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান, শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র, সিংহঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, ইউনয়িন নিকাহ রেজিষ্ট্রার মাওলানা হাবিবুর রহমান, ইউপি সদস্য তরিকুল ইসলাম, রাইটস যশোরের আশ্বাস প্রকল্প ফেজ-২ এর সোস্যাল মবিলাইজার মোঃ ইসমাইল হোসেন, রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পালসহ সংস্থা দুটির আশা প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আনছার কমান্ডার, ইউনিয়ন নিকাহ রেজিষ্টার, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেনা