ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহানবী (সঃ) কে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওলামায়ে মাশায়েখ ইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমা বাদ ওই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহানবী (সঃ) কে কটূক্তি করায় ভারত সরকারকে তার বিচার করে শাস্তি দিতে হবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন বাংলাদেশ সরকারের ঈক্ষ থেকে কুটনৈতিকভাবে এর কড়া প্রতিবাদ জানাতে হবে।