একটি কাঁচা সংযোগ রাস্তার অভাবে দীর্ঘ প্রায় ১৫বছর সীমাহীন দুর্ভোগ মাথায় করে যাতায়াত করতে হচ্ছে তিনটি পরিবারের। বিশেষ করে রাস্তার অভাবে ওই তিনটি পরিবারের শিশু-কিশোর শিক্ষার্থীদের সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জানা যায়, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান শেখ, নান্নু শেখ ও হাফিজুর রহমান শেখ তাদের পুরাতন বাড়িতে জায়গা সঙ্কুলান না হওয়ায় দীর্ঘ ১৫বছর আগে পার্শ্ববর্তী একটি মাঠের মধ্যে কিছু জায়গা কিনে বাড়ি করেন। ওই বাড়ির দেড়‘শ ফুট দূর দিয়ে গুপিনপুর থেকে মানিকহাট গ্রামে যাতায়াতের একটি পাকা রাস্তা থাকলেও সরকারিভাবে তাদের বাড়িতে যাতায়াতের কোন কাঁচা সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। এমনকি তারা ব্যক্তিগত অর্থায়নে সংযোগ বাস্তার জন্য জমি কিনলেও সেটি সরকারিভাবে মাটি ভরাট করে কাঁচা সংযোগ রাস্তায় রূপান্তরিত করেন নাই সাতবাড়ীয় ইউপি চেয়ারম্যান। ফলে তারা ব্যক্তিগত অর্থায়নে কেনা অত্যন্ত নিচু ওই রাস্তার জমির উপর দিয়ে দীর্ঘ প্রায় ১৫বছর সীমাহীন দুর্ভোগ মাথায় করে যাতায়াত করছেন। ভুক্তভোগী ফজলুর রহমান বলেন শুষ্ক মৌসুমে কোন রকমে ওই জায়গার উপর দিয়ে চলাফেরা করা গেলেও বৃষ্টির মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি হলেই ওই রাস্তার জায়গায় হাঁটু পানি জমে যায়। এ সময় পানি ভেঙে অত্যন্ত কষ্ট করে বাড়ি থেকে বের হতে হয়। বিশেষ করে ওই সময় পরিবারের শিশু-কিশোর শিক্ষার্থীদের পানি-কাদা ভেঙে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়। এমতাবস্থায় দুর্ভোগ লাঘবে ভুক্তভোগী পরিবার দেড়‘শ ফুট ওই জায়গায় মাটি ভরাট করে একটি কাঁচা সংযোগ রাস্তা নির্মাণে ওই ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিগগিরই ওই জায়গায় মাটি ভরাট করে কাঁচা সংযোগ রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে।