কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" প্রতিপাদ্য কে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উপলক্ষে বিশেষভাবে আয়োজিত বাবুগঞ্জ সদর উপজেলার আবদুর রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক আজকের "শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম জামিল হোসেন সহকারি শিক্ষকসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীবৃন্দ। ওই অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা করেন সেক্টর স্পেশালিস্ট- সাইকোসোশ্যাল কাউন্সেলর তরুন মিত্র। তিনি শিশুদের সুরক্ষা,মানসিক সুস্থতা, বাল্যবিবাহ, স্বাস্থ্য পুষ্টি, শিক্ষা, শিশু শ্রম, শিশু পাঁচার, সামাজিক জেন্ডার ও মাইগ্রেশন বিষয়ে আলোকপাত করেন। এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুগঞ্জ উপজেলা ফিল্ড অর্গানাইজার আবু হানিফ ভলান্টিয়ার মোসাঃ সাবিনা ইয়াসমিন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহন করে কন্যা শিশুরা খুব আনন্দ পায়। কোমলমতি কন্যা শিশুর স্বপ্নের আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে অনুষ্ঠান সমাপনি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ,এম জামিল হোসেন।