নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেছেন বিএনপিতে কোন আশ্রয়-প্রশ্রয়কারীর স্থান নেই। কোন হাইব্রিড, আওয়ামী লীগ থেকে আসা কোন সুবিধাবাদী নেতার বিএনপিতে প্রয়োজন নেই। বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে সে যত বড়ই ত্যাগী নেতা-কর্মীই হোক না কেন কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন বিশৃংখলাকারীর স্থান বিএনপিতে হবে না। বৃহস্পতিবার রাত ৮ টায় নাটোরের সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিংড়া উপজেলার নিহত শহীদ তিন পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রেরিত সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য সাইফুল ইসলাম আত্তাব। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ডাহিয়ার সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম, ইটালীর সাবেক চেয়ারম্যান বজলার রহমান, খাজুরা সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি প্রমূখ।