রাজশাহীর দুর্গাপুর পৌর শহরে দুইদিনের টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। রাস্তাঘাট ডুবে শয়ন ঘরের বারান্দায় পানি উঠায় এলাকাবাসীর মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, দুর্গাপুর পৌর শহরের মেডিকেল মোড়, সিংগা বাসস্ট্যান্ড এলাকার হোজা সড়ক, সিংগা মধ্যেপাড়া দুর্গাপুর ডিগ্রী কলেজ বাইপাস সড়ক, বাসাইল কাঠালবাড়ীয়া সড়ক, রৈপাড়া, চৌপুকুরিয়া, শানপুকুরিয়া, চককৃষ্টপুর গ্রামের বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে দুর্গাপুর ডিগ্রি কলেজ রোড ডিগ্রি কলেজের পেছনের রাস্তা, বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। গত দুদিনে টানা বৃষ্টি অব্যাহত থাকায় পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠার মতো হয়ে গেছে, দুর্ভোগে পৌরবাসী। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দুর্গাপুর পৌর সদরের সিংগা মধ্যে পাড়া গ্রাম এলাকার বাসিন্দা আবদুল গফুর বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, আরেক বাসিন্দা আবদুল হক বলেন, ‘বৃষ্টির পানিতে এখন বন্দি হয়ে পড়েছি। খাওয়া-দাওয়া চলাফেরা সবকিছুতেই সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই। সিংগাপূর্বপাড়া গ্রামের শ্রী বৃঞ্চ ঘোষ বলেন, ভোগান্তির অপর নাম দুর্গাপুর পৌরসভা। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন ঘাট ও বাড়ীঘরে হাঁটু পানি জমে। এটা প্রতি বছরের ঘটনা। এই পানি নিস্কাশনের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে জানালে তারা ক্ষনিকের জন্য লেবার দিয়ে মাটিখুড়ে পানি নামানোর ব্যবস্থা করে কিন্তু পৌর এলাকায় বিভিন্ন অবকাঠামো গত উন্নয়ন হলেও কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা করেনাই, একারনে পৌরবাসীকে সামান্য বৃষ্টিতেই চরম দূর্ভোগের স্বাকার হতে হয়। দুর্গাপুর মেডিকেল মোড়ের ফার্মেসী ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থার কারণে পৌর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ন এলাকা মেডিকেল মোড়ে সামান্য বৃষ্টিতেই পানি থই থই করে। এতে হাসপাতালে আসা রোগী, রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন, যাতায়াতকারী পথচারীরা চরমভাবে দূর্ভোগের স্বীকার হয়। এমনকি দুর্গাপুর পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি জমে গেছে।
পৌর এলাকার বাসাইল গ্রামের গৃহিনী পামরোজা আক্তার বলেন, ‘আজ দুইদিন ধরে পানিবন্দি। পরিবার পরিজনদের নিয়ে খুব দুর্ভোগে আছি। একদিকে সাপ আর পোকামাকড়ের ভয়, অন্যদিকে পানিবাহিত রোগের আশঙ্কা, সবকিছু মিলিয়ে ভয় ও ভোগান্তিতে রয়েছে পরিবারের সবাই। এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সচিব (চলতি দায়িত্ব) শাহাবুল হক বলেন, পৌর এলাকায় পযাপ্ত ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন। পানি নিস্কাশনের কোন পথ না থাকার কারণে পৌরশহরের নীচু এলাকাগুলোর কিছু রাস্তাঘাটে পানি জমে গেছে, পৌরসভা কর্তৃপক্ষ সেই স্থানগুলো সনাক্ত করে পানি নিস্কাশনের জন্য ব্যবস্থা নিচ্ছে।