চৌমুহনী বাজারের যানজট নিরসন, বিভিন্ন স্থানে ময়লা ফেলে পরিবেশ দূষণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পাবলিক হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা চাইলে যেকোনো সময় প্রশাসন দিয়ে যানজট নিরসন করতে পারি, কিন্তু তা স্হায়ী হবে না। আমাদের লক্ষ্য সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতায় এই সমস্যার স্হায়ী সমাধান করতে। এই সময় বক্তব্য রাখেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি ভিপি কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা জামাতের নেতা নাসিমুল গণি চৌধুরী মহল, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমীন ফয়সল সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।