বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নতুন কোনো ইসলাম বিদ্বেষী শক্তকে বাংলার মানুষ ক্ষমতার মসনদে দেখতে চায় না। হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদী শিক্ষা কমিশন চাপিয়ে দেয়া যাবে না। অন্তর্বতীকালীন সরকারের গঠিত শিক্ষা কমিশন থেকে কায়সার মামুন ও সামিনা লুৎফাকে না সরালে আবারও শাপলা চত্বরে আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, অন্তর্ববর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসকে আমরা এখনো সহযোগিতা দিয়ে যাচ্ছি। এই সরকারকে বুঝতে হবে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এইদেশে সরকার পরিচালনা করা সম্ভব নয়। আমরা দেশের প্রশ্নে, মানবতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো সাথে আপস করতে প্রস্তুত না। যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেযার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত। কিন্তু ড. ইউনুসের লক্ষণ খুব ভালো দেখছি না। শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপুর্ণ ইস্যু। শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ চাপানোর চেষ্টা বরদাশত করা হবে না। প্রয়োজন হলে আমরা আবার শাপলা চত্বরে যাব। ইসলাম বিরোধী এজেন্ডা আমরা রুখে দিব। গঠিত শিক্ষা কমিশন প্রত্যাখান করে কমিশনে আলেমদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে আযোজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনার রাজনীতি ছিলো বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি। আওয়ামী লীগ এদেশের মানুষের অর্থনৈতিক, ধর্মীয়, মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার ছিনতাই করে এদেশে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছিলো। তিনি বলেন, ট্রান্স জেন্ডারের নামে সমকামিতা, বৈবাহিক সম্পর্কের মধ্যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার মতো ইসলাম বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হলে আমরা কারবালা তৈরি করবো। বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবীবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেদায়াতুল্লাহ হাদী, মুহাম্মদ আবদুল মুমিন, ঢাকা দক্ষিণের সহ-সভাপতি মুহাম্মাদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ওয়াসেক বিল্লাহ নোমান প্রমুখ। গণ সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।