বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের ভ’মিকা রাখতে হবে। আমার দায়িত্ব আপনাদের খেদমত করা। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বিকালে শরণখোলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতথির বক্তব্যে তিনি একথা বলেন। শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা থানা অফিসার ইনচার্জ এইচএম কামরুজ্জামান, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির, রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ জলিল আনোয়ারী, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, সুপার মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ ডিজিটাল প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মুক্তা প্রমূখ। প্রধান অতিথি জেলা প্রশাসক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে সুশিক্ষায় গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলেজ, মাধ্যমিক বিদ্যালয়ের ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।