লক্ষ্মীপুরের রামগতিতে শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান। বৃস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ এলাকায় সমবায় খাল পরিস্কারের মাধ্যমে এ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং পৌর প্রশাসক সম্রাট খীসা। রামগতি পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আগস্টের প্রথম দিকে রামগতিতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে উপজেলার তিনটি ইউনিয়নে বন্যা দেখা। পরবর্তিতে নোয়াখালীর বন্যার পানি এসব এলাকায় ঢুকতে শুরু করে। ফলে স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলা তিনটি ইউনিয়নসহ বিস্তীর্ন এলাকা কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। কোথাও কোথাও হাঁটু কোথাও বুক সমান পানিতে তলিয়ে যায়। তলিয়ে যায় বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।