হবিগঞ্জের মাধবপুর পৌরসভার গাবলী ট্যান্ডে সিএনজি থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১১টায় দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদেরকে সিলেট ও ব্রাহ্মনবাড়ীয়ার আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-পৌরসভাধীন গাবতলী সিএনজি ট্যান্ড প্রতি বছরের ন্যায় কর্তৃপক্ষ ১ বছরের জন্য লীজ প্রদান করেন। লীজ গ্রহীতাকে পৌর কর্তৃপক্ষ ও কাউন্সিলরা বুঝিয়ে দেয়ার জন্য গেলে শ্রমিক লীগ নেতা সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন ঘনিষ্টজন হিসাবে পরিচিত রফিক ভ’ইয়া ও শাহ মোঃ জয়নালের লোকজন বাধা প্রদান করে এবং পৌর কাউন্সিলরসহ কর্মকর্তা ও কর্মচারিদের শাররীক ভাবে লাহিৃত করে। ওই সময় তারা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নামে মাধবপুর-নাসিরনগর রুটে চলাচলকারী সিএনজি থেকে ১০ থেকে ২০ টাকা চাঁদা উত্তোলন করে আসছিল। কিন্তু ৫ আগস্ট দেশের পটপরিবর্তের সঙ্গে সঙ্গে সাধারন চালকরা চাঁদা দেয়া বন্ধ করে দেয়। এবং পৌর প্রশাসক ৬ সেপ্টেম্বর উমুক্ত টেন্ডারের মাধ্যমে পশ্চিম মাধবপুরের সেলিম মোল্লারকে ইজারাদার নিযুক্ত করেন। ইজারা পাওয়ার পর থেকে স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা থেকে টোল আদায় শুরু করে। অপর দিকে শ্রমিক কল্যাণ সমবায় সমিতির লোকজন টোল আদায়ে বাধা প্রদান করেন। এ নিয়ে বুধবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় প্রায় ১৫টি অটোরিক্সা সিএনজি ভাংচুর হয়। গুরুত্বর আহত হাজী আরজু মিয়া ফকির (৬৫) শাহীন মিয়া (৩০) হারিস মিয়া (৩৫) জুলহাস মিয়া (৫০) সেলিম মিয়া( ৩৫) মোজাহিদ মিয়া (২৫) মরিয়ম জাহান ঝুমা (১৭) আরিফ (২৬) হীরা মিয়া (৫০) তাসলিমা (৪২) আবুল কাশেম (২০) জুনাঈদ মিয়া (২৮) জুয়েল মিয়া (৩২) বিশাল মিয়া (২৬) সোহেল মিয়া (২৩) মেনেকা বেগম (২০) পলাশ মিয়া (৩৫) মোহন মিয়া (২৮) বাবুল মিয়া (২৮) পায়েল মিয়া (১৮)কে ঢাকা, সিলেট, ব্রাহ্মনবাড়ীয়া ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। মাধবপুর পৌর কাউন্সিলর বাবুল হোসেন জানান গাবতলী ট্যান্ড দীর্ঘদিন ধরে পৌরসভার পক্ষ থেকে ইজারা দিয়ে আসছি। এবারও ইজারা দিলে সাবেক এম পি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের লোকজন ইজারাদারকে বাধা প্রদান করে। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর পৌর প্রশাসক আবারও উম্মুক্ত টেন্ডারের মাধ্যমে তা লীজ প্রদান করে। কিন্তু একটি চাঁদাবাজ গ্রুপ অবৈধভাবে চাঁদা তোলার জন্য বিভিন্ন ভাবে অপচেষ্টা করে যাচ্ছে। খোকন মিয়া জানান, সিএনজি ট্যান্ড দখল নেয়াকে ইজারাদারের পক্ষ রাস্তা দিয়ে সিএনজি আসা-যাওয়ার পথে আমাদের বাধা দেয়। এ নিয়ে গতকাল সন্ধ্যায় আমাদের এলাকার একজনকে মারধর করে। এরই জেরে আজ সকালে আবারও ঝগড়া হয় এবং একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।