বরিশালের আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন। যতীন্দ্র নাথ মিস্ত্রী সভাপতি ও দীনেশ চন্দ্র হালদারকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম.জহির উদ্দিন স্বপন উপজেলার ১শত ৭১টি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নিয়ে এক সভাশেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয় ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক সাবেক উপজেলা চেয়াম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রীকে সভাপতি, দীনেশ চন্দ্র হালদার সম্পাদক, শ্যামল ঘটক সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি সঞ্জয় দাস গুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বেপারী সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।