চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ)'র আওতায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষে মাদকের ভয়াবহতা রোধ, বাল্য বিবাহ, গুজব, ডেঙ্গুজ্বর, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসার আবদুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নূর কামাল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ন কবির (আজম), জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলেরাব্বী, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। সঞ্চালনা করেন সাইন অপারেটর রাশেদুল আলম।