গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর ৩২২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা অনুষ্ঠানের জন্য সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। পূজাটিকে উৎসবমূখর করতে উপজেলা প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে নানা পদক্ষেপ। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিব নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, কোটালীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, মাজাহারুল আলম পান্না, বিজন বিশ্বাস, তুষার মধু, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, দুর্গাপূজাকে উৎসবমূখর করতে আমরা উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিবিঘ্নে এই পূজা করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষনিক ভাবে তাদের পাশে থাকবে।