নোয়াখালীর চৌমুহনীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পাবলিক হলের পূর্বপাশে একটি নতুন ভবনে কয়েকটি দোকানের গোডাউনে আগুন লাগে। চৌমুহনীর বড় মেশিনারিজ পার্টসের এর দোকানগুলোর গোডাউন এই বিল্ডিংয়ে রয়েছে। নিউ এম.এ ইলেকট্রিক এর স্বত্বাধিকারী জানান, এই বিল্ডিং এ নোয়াখালী মেশিনারিজ, আজিজ ইলেক্ট্রিক, নিউ এম এ ইলেকট্রিক, হারুন ইলেকট্রি,ক আল মদিনা হার্ডওয়ার, দুলালী ইলেকট্রিক, একতা সাইকেল গোডাউন রয়েছে এর। এছাড়াও বিল্ডিং এর উপরের কয়েক তলায় আবাসিক ভাষা রয়েছে বলেও জানা গেছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোজাম্মেল হক জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাথে সাথেই চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ভবনটিতে বিভিন্ন কোম্পানীর গোডাউন ছিলো। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয়ের কাজ চলছে।