ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের অপসারন চেয়ে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলার ১৫ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে অনিয়ম, ঘুষ, দুর্নীতিসহ আওয়ামী লীগকে পুনবার্সনের চেষ্টা করছেন-এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বের ) দুপুরে এই বিক্ষোভ মিছিল ও পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রায় হাজার খানেক নেতাকর্মীর অংশগ্রহনে পৌর শহরের গো হাঁটা মিনি ষ্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ঘেরাও করে। উপজেলা পরিষদের মেইন গেইট তালা মারা থাকায় নেতাকর্মীরা ভিতরে প্রবেশ না করে প্রায় ঘন্টাখানেক উপজেলা পরিষদ ঘেরাও শেষে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. আর খায়রুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফখরুল হাসান (ফখরুল), মোঃ শহিদুর রহমান, জালাল উদ্দীন ও আজিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস ছালাম ও জাহিদ হাসান স্বপন, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন প্রমুখ। সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক বলেন, ঘুষ-দুর্নীতি, অনিয়ম ও আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ায় অভিযোগ উঠায় ইউএনও রুবাইয়া ইয়াসমিনের অপসারনের দাবীতে আমরা শান্তিপূর্ণ কমূসচি পালন করেছি। ইউএনও'র প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ইউএনও রুবাইয়া ইয়াসমিন জানান, কোন লোকজন তাঁর অফিসে আসেন নাই। তিনি এ বিষয়ে অবগত নন।