ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউর মন্দিরের নির্মাণাধীন শারদীয় দুর্গাপূঁজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে হাতেনাতে আটক করা হয়েছে। তার নাম ইয়াসিন মিয়া (১৭)। সে গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের মো. আবদুল হান্নান ও মোছা. মিনি বেগমের ছেলে। বুধবার দিবাগত ভোররাতে গৌরীপুর পৌর শহরের গোবিন্দ জিউর মন্দিরে এ ঘটনা ঘটে। আটক ইয়াসিনের বাড়ি গৌরীপুর শহরের ঘটনাস্থল ওই মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। বাবা মো. আবদুল হান্নান মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানিয়েছেন। ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে গৌরীপুর উপজেলা জামায়েতের আমীর মাওলানা বদরুজ্জামান মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রাদায়ের নেতাদের সাথে মতবিনিয়ম করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। স্থানীয়রা জানান, গৌরীপুর মধ্যবাজার পূজা উদযান কমিটির উদ্যোগে প্রতিবছর মধ্যবাজারে দুর্গাপূজার আয়োজন করা হয়। এসব পুঁজা মন্ডপের প্রতিমা বানানো হয় উপজেলা কৃষি অফিস সংলগ্ন গোবিন্দ বাড়িতে অবস্থিত গোবিন্দ জিউর মন্দিরে। গত ২০ দিন ধরে মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল। এখন শুধু প্রতিমার রঙ করা সাজশয্যা বাকি ছিলো। পূঁজা শুরুর একদিন আগে মন্দির থেকে মন্ডপে প্রতিমা নেওয়ার কথা ছিলো। গোবিন্দ জিউর মন্দির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, গোবিন্দ জিউর মন্দিরে শারদীয় দুর্গাপূঁজায় বিভিন্ন মন্ডপের জন্যে প্রতিমা তৈরীর কাজ করছেন মৃৎশিল্পীরা। প্রায় সব প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধু রঙের কারু কাজ বাকী রয়েছে। এরইমধ্যে বুধবার দিবাগত রাতে শহরের মধ্যবাজার পূজা মন্ডপে প্রতিমা ভাঙচুর করে ইয়ামিন নামের এক কিশোর। তিনি জানান, আটক ওই ইয়াসিনকে সন্ধ্যা থেকেই মন্দিরের আশপাশে ঘুরাফেরা করতে দেখেছেন অনেকেই। রাতে মন্দিরের প্রধান ফটক তালাবন্ধ থাকায় সে মন্দিরের পেছনের ছোট একটি গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং প্রতিমা ভাঙচুর করে। মধ্যবাজার পূজা কমিটির সাবেক সভাপতি পীযুষ রায় গণেশ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোররাতে মন্দিরে হামলা করে এক যুবক। সে তিনটি প্রতিমার মাথা, কয়েকটি প্রতিমার শরীরের বিভিন্ন অংশ ভেঙে ফেলে। ভাঙচুর শেষে একটি কালি প্রতিমা কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। ভোররাত সাড়ে চারটার দিকে মন্দিরের পাশের বাড়ির ডলি রানী কাঁধে করে প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্য দেখে চিৎকার শুরু করেন। ওই সময় প্রতিবেশি গোবিন্দ চন্দ্র বিশ্বশর্মা ও ডলি রাণীর ছেলে প্রত্যয় দাস এসে যুবকটিকে হাতেনাতে ধরে ফেলে এবং তাকে একটি খুঁটির সাথে বেঁধে রাখে। প্রত্যক্ষদর্শী গোবিন্দ জিউর মন্দির এলাকার ভাড়াটিয়া লিটন দাসের স্ত্রী ডলি রানী জানান, প্রকৃতির ডাকে তিনি ঘরের বাইরে গেলে দেখতে পান একজন কিশোর নির্মাণাধীন শারদীয় দুর্গা প্রতিমাগুলো ভাঙচুর করছে। তখন তিনি ডাকচিৎকার শুরু করেন। তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কিশোরকে হাতেনাতে আটক করে। পুঁজা উযদাপন কমিটির সভাপতি রতন চন্দ্র সরকার জানান, ইয়াসিন বুদ্ধিপ্রতিবন্ধী। তার নামে সমাজসেবা অধিদপ্তরের বুদ্ধি প্রতিবন্ধী পরিচয় পত্র রয়েছে। পুলিশ ও প্রশাসনের লোকজনের সেই বুদ্ধি প্রতিবন্ধী কার্ড তাঁদের দেখিয়েছেন। ঘটনার পেছনে কারো ইন্দন থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলছেন ইয়াসিনের বাবা মো. আবদুল হান্নান মানসিক ভারসাম্যহীন। গৗরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার জানান, প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিনকে থানায় আনা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে জানা যায় মো. ইয়াসিন মিয়া বুদ্ধি প্রতিবন্ধী। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নিয়মিত ভাতা দেয়া হয় তাকে। প্রাথমিক তদন্ত এসংক্রান্ত একটি ভাতার কার্ড পেয়েছে পুলিশ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান, গজন্দর গ্রামের মো.আব্দুল হান্নানের ছেলে মো. ইয়াসিন মিয়া জন্মের পর থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের ২০১৭ সালেই প্রতিবন্ধী জরিপে তালিকাভুক্ত হয়েছে। সে ২০২১ সাল থেকেই জিটুপির মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে ভাতা পাঁচ্ছে।ক্ষা করুন......................