নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। যা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভায় রয়েছে ১৫টি ওয়ার্ড। লোকসংখ্যা প্রায় ৪ লাখ। দীর্ঘদিন থেকে পৌরসভা এলাকার রাস্তাগুলোর সংস্কার কাজ না হওয়ায় খানাখন্দে পরিনত হয়েছে। বর্তমানে চলাচলে অনুপযোগি হয়ে উঠেছে রাস্তাগুলো। বিশেষ করে তামান্না সিনেমা হল থেকে ওয়াপদা পর্যন্ত রাস্তাটির ছাল চামড়া নেই। রাস্তার মধ্যখানে পরিনত হয়েছে ডোবায়। পৌরবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তা সংস্কার কিন্তু কাজের কাজ কোন হয়নি। মাঝে মধ্যে রাস্তায় মাটি,টুকরো ইট ফেলে দিয়ে চলে যায় পৌরসভার দায়িত্বে থাকা লোকজন। কয়েকদিন পর দেখা যায় আবার সেগুলো উঠে গিয়ে গর্তে পরিনত হয়েছে। এ নিয়ে অনেক আন্দোলন কর্মসূচি পালন করা হয়ে থাকে। সাবেক পৌর মেয়র প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু রাস্তা আর হয়নি। এমনি অবস্থা মদিনা মোড় থেকে রেলওয়ে কারখানার প্রধান ফটক পর্যন্ত রাস্তাটি। কলিম হোটেল মোড় থেকে মিস্ত্রীপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তাটিরও বেহাল অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে ১৩নং ওয়ার্ডে হাঁটু পানি। ভোগান্তিতে ওই এলাকার লোকজন। একই অবস্থা মুন্সিপাড়া ৫নং ওয়ার্ডের। ৬নং ওয়ার্ড চামড়া গুদাম হয়ে খালেক পাম্প পর্যন্ত। গোয়ালপাড়া,হাতিখানা,শহীদ ডাঃ জিকরুল হক সড়কে হাঁটু পানি। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। ড্রেন ও রাস্তা ঠিকমত সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি। পৌরসভার সাবেক কাউকে সরকার কবীর উদ্দিন ইউনুস জানান,টানা বৃষ্টিপাতের কারণে ১৩নং ওয়ার্ডের শহীদ নুর মোহাম্মদ রোডে হাঁটু পানি জমে। এ সময় রাস্তাটি চলাচলে অনুপযোগি হয়ে পড়ে। স্কুলগামী ছাত্রছাত্রী এবং মসজিদগামী মুসল্লিদের নামাজে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাবেক পৌর মেয়র এবং স্হানীয় কাউন্সিলরকে বারবার এলাকাবাসী তাগাদা দেয়া সত্বেও কোনো প্রকার সুরাহা হয়নি।