কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন পৌর বিএনপির সাবেক সভাপতি ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষনা করা হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আবদুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সাধারন সম্পাদক করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন। এ বিষয়ে কুষ্টিয়া ও মিরপুর উপজেলা বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।