দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের পূর্ব কাটানিপাড়া মোজাফফরের বাড়ির পাশের কলাবাগানের ভেতর থেকে লোহার তৈরি কাঠের বাট সংযুক্ত ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর এক অভিযানে এ অস্ত্র উদ্ধার হয়। উদ্ধারকৃত অস্ত্র দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটা জিডি করা হয়েছে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।