দেলদুয়ারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল - নূর এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ শোয়েব খান, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আবদুল আজিজ খান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির দেলদুযার জোনাল অফিস এজিএম মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আটিয়া ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো অপু তালুকদার শিপলু, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শান্তি রঞ্জন সোম, সাধারণ সম্পাদক পলাশ বসাক, এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বৃন্দ,উপজেলার ১১৩ টি পূজা মন্ডপের সভাপতি/ সম্পাদক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।