বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রি: জে: (অব:) হান্নান শাহ্ স্মৃতি সংসদের উদ্যোগে বেলা ২ ঘটিকার সময় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন এ সভায় সভাপতিত্ব করবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন। প্রয়াত হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান পরিবারের পক্ষ থেকে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভাকাক্সক্ষীদের স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন।