রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। এই আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে যে, পূজা উদযাপনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরএমপির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা মেনে দুর্গাপূজা পালন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সক্রিয় থাকবে। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এর আওতায় গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম তদারকি করা সম্ভব হয়। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে পুলিশের ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা পূজা মণ্ডপে অবাধে যাতায়াত করতে পারে। আরএমপি কমিশনার বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের কর্মীরাও মণ্ডপগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। পুলিশ কমিশনার বিশেষভাবে উল্লেখ করেন যে, কেউ যেন কোনো ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম। তিনি জানান, কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য আরএমপি হটলাইন নম্বর (+৮৮০২৫৮৮৮০১৩৫১ এবং মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ২৪ ঘণ্টা খোলা থাকবে। প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এবছর রাজশাহী মহানগরীতে ৯৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ সময় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মী এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।