জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ্, নাথ, গজল, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী কাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার এন, এ, এম পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী হারুন-অর-রশিদ। প্রধান আলোচক ছিলেন জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাও: তাফাজ্জল হোসাইন ফরিদী। এ সময় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার, দলিল লিখক সমিতির নেতা হাজী শাহ-নূর-আলম, দারুল উলুম উলুকান্দী মাদ্রাসার মুহতামিম মাও: মুক্তার হোসেন, ভবনাথপুর জামে মসজিদের খতিব মাও: সালাম হোসেন আরিফি, জমিরিয়া শামসুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ ফরিদী, মাও: মনিরুল ইসলাম, হাফেজ জিহাদুল ইসলাম, হাফেজ আশিকুর রহমান, মাও: মুসলে উদ্দিন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।