বরগুনার তালতলীতে প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর রোডে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। খোট্টারচর বড় অংকুজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সাল আহম্মেদ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মোমেসে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ.মজিদ জমাদ্দার। বক্তব্য রাখেন, শিক্ষক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শামসুন্নাহার ইতি, মোসা. রুনা, শহিদুল ইসলাম ও মো. ইউসুফ প্রমুখ। তাদের এ মানববন্ধনের দাবি গুলোকে সর্মথন জানিয়ে অংশগ্রহণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক, যুগ্নআহবায়ক মাহবুবুর রহমান ও যুগ্নআহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা