তিন ঘন্টায় বৃদ্ধি পেয়ে রাস্তায় গলা পানিতে পরিনত হয়েছে। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে নিচ পলাশি ফতেপুর চরে। পানি চরের রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ক্ষেতের অনেক ফসল ডুবে গেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দৃশ্য দেখা যায়। জানা গেছে, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন। এখানে ৮টি চরে ১৫ হাজার মানুষ বসবাস করে। চকরাজাপুর ইউনিয়নের উত্তরে পদ্মা নদীর ক্যানেল, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে মূল পদ্মা। এই ইউনিয়নের চারদিকে পানি। মাঝখানে চর। এ চরে গঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ। এখানে আটটি চরের মানুষ বর্তমানে পানিবন্দি হয়ে রয়েছেন। এখান থেকে যেখানেই যেতে হচ্ছে নৌকায় যেতে হয়। এর মধ্যেই আবার শুরু হয়েছে পদ্মা নদীর পানি বৃদ্ধি। এই পানি বৃদ্ধির কারণে তারা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে পলাশি ফতেপুর চরের দিনমুজুর ইয়াকুব শিকদার বলেন, তিন ঘন্টা আগে সকাল ১০টার দিকে হাটুপানি পার হয়ে সাইকেল নিয়ে মাঠে ঘাট কাটতে যায়। ঘাট কেটে ফিরে আসার সময়ে দেখি গলা পর্যন্ত হয়ে গেছে। উপায় নেই ঝুঁকি নিয়ে পার হয়ে বাড়ি ফিরতে হয়েছে। একই এলাকার আরেক ব্যক্তি আমিন মোল্লা বলেন, সকালে ওই পারে কাজে গিয়েছিলাম। ওই সময় রাস্তায় অপ্প পানি ছিল। কয়েক ঘন্টা পর বাড়ি ফিরতে গিয়ে দেখি প্রায় সাঁতার পানি। দুই দিন থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাঁচ্ছে। এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, হটাৎ পদ্মায় পানি বৃদ্ধির কারণে অনেক ফসল পানিতে তলিয়ে গেছে। এতে চাষিদের অনেক ক্ষতি হয়েছে।