ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সোলাইমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তালশহর ইউনিয়ন পরিষদেও সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুুলিশ জানায়, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সোলাইমান মিয়ার বিরোদ্ধে হত্যা,বিষ্ফোরক এবং মারধরের একাধিক মামলা রয়েছে।তাছাড়া ইউনিয়ন পরিষদের মেম্বারদের বেতন আত্বসাতের অভিযোগ রয়েছে বলে জানান পরিষদের মেম্বাররা। তালশহর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমানের বলেন,আমাদের পরিষদের ১১জন মেম্বারের ১১মাস যাবৎ বেতন না দিয়ে চেয়ারম্যান সোলাইমান মিয়া আত্বসাত করেছে।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে তার বিরোদ্ধে কোন কথা বলার সাহস করেনি কেউ। আমরা চেয়ারম্যানের দষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। আশুগঞ্জ থানারভাপ্রপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বলেন, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগৈর সভাপতি সোলাইমান মিয়ার বিরোদ্ধে হত্যাসহ একাধিক মামলার অীভযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছ আজ দুপুরে।তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।