বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ আফিকুল ইসলাম সাদের নামে শহীদ সাদ চত্বর উদ্বোধন করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারের বকুলতলাকে শহীদ সাদ চত্বর হিসেবে সম্প্রতি ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। বুধবার সকালে সাটুরিয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ সাদ চত্ত্বরের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলার সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তারুজ্জামান খান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সাটুরিয়া সেচ্ছাসে দলের আহ্বায়ক মহসিন উজ্জামান বৈষম্য আন্দোলনে নিহত আফিকুল ইসলাম সাদের পিতা শফিকুল ইসলাম, দরগ্রাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি বাবুল হোসেনসহ সাটুরিয়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শহীদ সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের দরগ্রামের শফিকুল ইসলামের বড় সন্তান। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ- কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্ট ধামরাই থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে ৮ আগস্ট সাভার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন।