‘জীববৈচিত্র্য সংরক্ষণে নারীরা জেগেছে,জীবন ও জীবীকায় অবদান রাখছে, এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইকোফিস-২ এর আয়োজনে এ নারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইকোফিস-২’র প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল ইসলাম প্রমুখ। উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। এর মাধ্যমে নারীরা শিক্ষা সম্পর্কিত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কিত আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা বিষয়ে সচেতন ও প্রশিক্ষিত হচ্ছে। ইকোফিস এর কর্মকর্তারা বলেন, ইকোফিশ টু ২০২০ সাল থেকে মোট ১৫ হাজার মৎস্যজীবী পরিবার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ, ব্যবসায় শিক্ষা, সাক্ষরতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সহায়তার, পুষ্টি ও জেন্ডার বিষয়ক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাসহ নানা বিষয়ে কাজ করছে প্রকল্পটি।