চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এবছর চাঁদপুর জেলাতে ২২০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিবারের মতো এবারও আনন্দময় হবে দুর্গোৎসব। দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এর সাথে সামাজিক সৌর্হাদ্য যুক্ত হলে একটি প্রাণবন্ত উৎসব উদযাপিত হবে। ভালোবাসা আর সাম্যের বন্ধন নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসবে অংশ নেব।
জেলা প্রশাসক বলেন,পূজাতে চাঁদপুরে অতীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ঘটবেও না। তবে ঘটবে না বলে বসে থাকা যাবে না। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্মিলিতভাবে পূজা উদযাপন করবো।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সিসি টিভি ক্যামেরা প্রতিটি মন্ডপে রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠনে যাচাই-বাছাই করে করতে হবে। প্রত্যকের মোবাইল নাস্বার, ছবিসহ যাবতীয় তথ্য থাকতে হবে। যাকেই স্বেচ্ছাসেবক দিবেন সে যেন আসলেই স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করতে পারবে তাদেরকেই দিতে হবে।
তিনি আরো বলেন, পূজা চলাকালীন সময়ে পুলিশের জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখবে। যেখানেই পূজা মন্ডপ হবে সেখানেই এখন থেকে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি মন্ডপের নিরাপত্তার জন্যে একটি ৪/৫ সদস্যের কমিটি করে উপজেলাতে জমা দিতে হবে।
বিসর্জন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বির্সজনের ক্ষেত্রে আমরা চাই দিনের আলোতে শেষ করতে। সন্ধ্যা ৬টার আগে প্রতিটি মন্ডপের প্রতিমা বিসর্জন স্পটে পৌঁছে যাবে।
দিনে লোডশেডিং থাকেলা সন্ধ্যার পর যেন বিদ্যুৎ থাকে সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও প্রতিটি মন্ডপের বিকল্প পাওয়ার ব্যবস্থা রাখতে হবে।
প্রস্তুতিসভায় জানানো হয়, স্বরাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ের নিদের্শনা মতে সকল পূজাম-পে আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এর সাথে সেনা, নৌ, কোস্টগার্ড, পুলিশসহ যৌথবাহিনী পূজা শুরুর আগে থেকে পূজার দিনগুলোতে টহল দেবে। পূজাম-পে ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেওয়া হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ থাকবে। ডিসি অফিস, ইউএনও এবং পুলিশ সুপারের কার্যালয়ে ২৪ ঘণ্টা চালু রেখে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।
পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও নিরাপত্তা ব্যবস্থার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা এখন থেকেই প্রতিটি মন্ডপে পরিদর্শন করছি। যেখানেই যাচ্ছি সবাই আসলে আন্তরিক। নিরাপত্তার ব্যবস্থাতে এখন থেকে পুলিশ মনিটরিং করছে।
এসপি আরো বলেন, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মন্ডপে পুলিশ থাকবে। এছাড়া আনসারসহ সাদা পোশাকের পুলিশ থাকবে। প্রতিটি মন্ডপে সিসি টিভির ব্যবস্থা থাকতে হবে। মন্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সম্পর্কে সচেতন থাকবেন। পূজাকালীন সময়ে পুলিশ মন্ডপের থাকার সাথে সাথে সার্বক্ষণিক টহলে থাকবে।
পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং এর ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ও ইভটিজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আশাকরি পূজা সুন্দরভাবে উদযাপন করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সেনাবাহিনীর ২১ বীর এর মেজর আরিফ হোসেন, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, পূজা উদযাপন পরিষদের চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।