আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এঁর জীবনী নিয়ে সীরাতুন্নবী (সঃ) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় খরিয়াটি বটতলা কওমী মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। বায়লাদেশ ইসলামী আন্দোলন দরগাহপুর ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ অজিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আশাশুনি উপজেলা সভাপতি হাফেজ মাওঃ আঃ সবুর। ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাওঃ মোতাছিম বিল্লাহর সঞ্চালনায় সভায় সহ সভাপতি মুনশী মোতালেব ঢালী, আলহাজ্ব ডাঃ মোক্তার আলী, মফিজুল ইসলাম, বিএনপি নেতা তাহের উদ্দীন সরদার, তরিকুল ইসলাম, মুনশী আঃ মালেক প্রমুখ আলোচনা রাখেন।