ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্টের গুণগত মান, ব্যবহার ও স্থায়ীত্ব বিষয়ক এক উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরাইল- আশুগঞ্জ ও নাসিরনগর এলাকার ডিলার এনামুল আহসান মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফ্রেশ সিমেন্টের এসিস্টেন জেনারেল ম্যানেজার আবু সাঈদ চৌধুরী। ডেপুটি ম্যানেজার মো. সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই সভায় স্লাইটের মাধ্যমে সিমেন্টের উৎপাদন পক্রিশা, ব্যবহৃত মান সম্মত কাঁচামাল ও অন্যান্য সামগ্রি সম্পর্কে ৮০ জন রাজমিস্ত্রী ও নির্মাণের সাথে জড়িত ব্যক্তিদের ধারণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র এক্সিকিউটিভ প্রকৌশলী মো. মেরাজ হোসেন। এছাড়া ফ্রেশ সিমেন্ট ব্যবহার করে দেশের বৃহৎ ও আলোচিত বহুতল ভবন, ব্রীজ নির্মাণের দৃশ্য গুলো অংশ গ্রহণকারীদের উদ্যেশ্যে প্রদর্শন করা হয়েছে। উপস্থিত সকলকে উৎসাহিত করার জন্য লটারির মাধ্যমে ১১জন ভাগ্যবান ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও অন্যদের প্রত্যেককে পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ গ্রহনকারী সকলেই একটি করে ফ্রেশ সিমেন্টের টি শার্ট পেয়েছেন।