কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রায় ২মাস থেকে ইউনিয়ন পরিষদে না আসায় জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই ইউনিয়ন পরিষদের সদসস্যরা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এনামুল হকের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি ৩সদস্য বিশিষ্ট তদন্ত টিম করে দেন। তদন্ত টিমের সদস্যরা হলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সমবায় অফিসার শাহাআলম ও পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ। বুধবার (২৫সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে তদন্তটিম তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের জনসাধারন মোঃ এনামুল হকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের করেন। এছাড়া ওই ইউনিয়নের ১০জন ইউপি সদস্য লিখিত অভিযোগ দায়ের করে বলেন, গত ২আগষ্ট থেকে আজ(বুধবার) ২৫সেপ্টেম্বর পর্যন্ত ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন এবং পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এই ইউনিয়নের জন সাধারনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। বিষয়টি বার বার কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ভাবে জানানো হয়েছে। এব্যাপারে রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক তার সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে ও মোবাইলে বলেন, আমি পলাতক নই। পরিষদের সকল কার্যক্রম চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আগামী রোববার (২৯সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবে পূনতন্দন্ত কাযক্রম পরিচালনা হবে বলে তদন্ত টিমের সদস্য মশিউর রহমান জানিয়েছেন।