নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধরের পর অপহরনের চেষ্টা মামলায় সাগর উদ্দিন মন্টি নামের এক ওয়ার্ড বিএনপির বহিস্কৃত আহবায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাগর উদ্দিন মন্টি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে হামলা ও অপহরনের চেষ্টার ঘটনায় সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আইনজীবী। পরেরদিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লিরা। এরপর সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়কের পদ থেকে বহিস্কার করে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।